ছাগলনাইয়া পৌরসভার থানা পাড়া এলাকায় সেফটিক ট্যাংক থেকে ২ নির্মাণ শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে ছাগলনাইয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের থানা পাড়া এলাকায় কুয়েত প্রবাসী শহিদুলের নির্মাণাধীন ভবনের সেফটিক ট্যাংক থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকাল থেকে নিহতদের মোবাইলে তাদের স্বজনরা ফোন দিয়েও না পাওয়ায় তারা ঠিকাদারকে বিষয়টি অবহিত করে। সকালে ঠিকাদার তাদের খোঁজ করতে ঘটনাস্থলে গেলে মেঝেতে তাদের সেন্ডেল দেখতে পায়। তাৎক্ষনিক খোঁজাখুঁজির পর ট্যাংকির ভেতর তাদের মৃতদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। তারা বিল্ডিংয়ের সেফটিক ট্যাংকের ছাদের সেন্টারিং খুলতে ট্যাংকের ভেতরে প্রবেশ করে বলে জানা যায়। এসময় ট্যাংকের ভেতরে জমে থাকা গ্যাসে তাদের দম বন্ধ হয়ে সেখানেই মারা যান বলে ধারণা করা হয়।
নিহতরা হলেন বাগেরহাট জেলার কচুয়া থানার সাংদিয়া গ্রামের রবীন্দ্র দাসের ছেলে বিকাশ চন্দ্র দাস আকাশ (৩৫) ও খাগড়াছড়ি জেলার রামগড় থানার রামগড় করইয়া বাগান এলাকার ছেরাজুল হকের ছেলে মাইন উদ্দিন (২৫)। ছাগলনাইয়া ফায়ার সার্ভিসের একটি টিম এসে সেফটি ট্যাংকের ছাদ ভেঙ্গে তাদের মৃতদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।ছাগলনাইয়া পরশুরাম সার্কেল সহকারী পুলিশ সুপার মো. ওয়ালী উল্লাহ জনান, দুই মাস কাজ বন্ধ থাকার পর গতকাল থেকে শহীদুলের নির্মাণাধীন ভবনের কাজ শুরু করছিলো শ্রমিকরা। তাদের পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হলে পরিবার ঠিকাদারকে জানায়, সকালে ঠিকাদার ঘটনাস্থলে আসলে তাদের ট্যাংকের ভেতরে দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্ত শেষে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/হিমেল