১ অক্টোবর, ২০২৩ ২০:৫৪

ভাতিজাকে হত্যার পর থানায় জিডি চাচার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

ভাতিজাকে হত্যার পর থানায় জিডি চাচার

গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের ছয় দিন পর ১৪ বছর বয়সী রামিমুল হাসান বিজয়ের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিকেলে উপজেলার গোসিংগা ইউনিয়নের কর্ণপুর এলাকার জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। 

পুলিশ জানিয়েছে, আপন বড় ভাইয়ের ছেলেকে হত্যার পর থানায় গিয়ে জিডি করেন চাচা জুয়েল বেপারী।  এঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। বিকেলে শ্রীপুর থানার একটি নির্ভরশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত রামিমুল হাসান বিজয় (১৪) গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া চন্নাপাড়া গ্রামের রোমান বেপারীর ছেলে। সে স্থানীয় শতদল বয়েজ এন্ড গার্লস্ স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র ছিল।

আটককৃতরা হলেন, নিহত রামিমুল হাসান বিজয়ের চাচা গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া চন্নাপাড়া গ্রামের মৃত নূর হোসেন বেপারীর ছেলে জুয়েল বেপারী (৩০), একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে জিহাদ (১৭) ও ময়মনসিংহ জেলার নান্দাইল থানার ধলিয়া গ্রামের মজনু মিয়ার ছেলে শামীম (২৪)। শামিম চন্নাপাড়া গ্রামের বিউটি আক্তারের বাড়ির ভাড়াটিয়া।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মোঃ নাসিম বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। জিডির সূত্র ধরে তিন জনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে আটককৃতদের আরো জিজ্ঞাসাবাদ করে হত্যাকান্ডের মূল রহস্য বের করতে পুলিশ কাজ করছে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর