গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামে স্ত্রীকে টয়লেটে আটকিয়ে ইশতিয়াক আহমেদ নামে এক কারখানার কর্মকর্তা আত্মহত্যা করেছেন। মঙ্গলবার ভোর রাতে উপজেলার মুলাইদ গ্রামের রফিজ উদ্দিনের বাড়ি থেকে ওই কারখানা কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্লু ফজল মোঃ নাসিম।
আত্মহননকারী ইশতিয়াক আহমেদ (২৭) চুয়াডাঙ্গা জেলার সদর থানার বোয়ালমারী গ্রামের মৃত রেজাউল করিমের ছেলে। তিনি স্ত্রীকে নিয়ে মুলাইদ এলাকার রফিজ উদ্দিনের বাড়িতে ভাড়ায় থেকে একটি মিলে উৎপাদন কর্মকর্তা হিসেবে কাজ করতেন।
নিহতের স্বজনেরা জানান, অন্যান্য দিনের মতো গত রাতেও তারা ঘুমিয়ে যায়। রাত সাড়ে ১২টার দিকে স্ত্রী মেহেরোন ফেরদৌস প্রকৃতির ডাকে সাড়া দিতে টয়লেটে গেলে বাইরে থেকেন টয়লেটের দরজা আটকিয়ে দেন ইশতিয়াক। পরে আত্মহত্যা করেন তিনি। এসময় বাথরুমের দরজা খুলতে না পেরে নিহতের স্ত্রী ভেন্টিলেটর দিয়ে ডাক চিৎকার দিলে পাশের ফ্ল্যাটের লোকজন এগিয়ে আসে। পরে দরজা ভেঙে ইশতিয়াকের লাশ নামানো হয়। একই সাথে বাথরুমের দরজার লক খুলে স্ত্রীকেও বাইরে বের করে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানা হেফাজতে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক চাপা ক্ষোভে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/এএ