৫ অক্টোবর, ২০২৩ ১৭:২৭

টাঙ্গাইলে সকাল থেকেই ভারি বর্ষণ, জনজীবন বিপর্যস্ত

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে সকাল থেকেই ভারি বর্ষণ, জনজীবন বিপর্যস্ত

টাঙ্গাইলে সকাল থেকে মুষলধারে টানা বৃষ্টিত জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রবল বর্ষণে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে শহরের অধিকাংশ রাস্তা ঘাট। অনেক রাস্তায় হাঁটু সমান পানি জমেছে। এতে চলাচল করতে চড়ম বিড়ম্বনায় পড়তে হচ্ছে শহরবাসীকে। 

যারা বিভিন্ন প্রয়োজনে বাড়ি থেকে বের হয়েছিলেন তাদেরকে বৃষ্টিতে ভিজে বিপর্যস্ত হতে হয়েছে। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীরা পরেছে চরম বিপাকে। শিক্ষা প্রতিষ্ঠানে আসা শিক্ষার্থীদেরকে বৃষ্টিতে ভিজেই বাড়ি ফিরতে দেখা গেছে। এতে অনেকের বই খাতি বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে গেছে।

বেশি বেকায়দায় পড়েছেন শ্রমজীবী লোকেরা। প্রতিদিনের আয়রোজগার দিয়ে যাদের সংসার চলে তারা পড়েছেন সমস্যায়।

টাঙ্গাইল আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল জানান, সকাল থেকেই টাঙ্গাইলে ভারি বৃষ্টিপাত শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরো দুই একদিন বৃষ্টিপাত অব্যাহত থাকার কথাও বলেন তিনি। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর