ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা এবং আন্তঃক্যাডার বৈষম্য নিরসনসহ পাঁচ দফা দাবিতে বগুড়ায় কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা। পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার সকাল থেকে টানা তিন দিনের কর্মবিরতি পালন করবেন বগুড়া সরকারি কলেজের শিক্ষকরা।
বগুড়া সরকারি আজিজুল হক কলেজে শুরু হওয়া এ সমাবেশে শতাধিক শিক্ষক অংশ নেন। সমাবেশে শিক্ষকরা অবিলম্বে পাঁচ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
কর্মসূচির সমর্থনে গত সোমবার সকালে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষকরা পাঠদান থেকে বিরত থেকে নতুন ভবনে প্রশাসনিক কার্যালয়ের সামনে সমাবেশ করেন। ওই দিন জেলার অন্যান্য সরকারি কলেজেও সমাবেশ করা হয়েছে।বিসিএস সাধারণ শিক্ষা সমিতি গত ২৬ সেপ্টেম্বর সারাদেশে সংবাদ সম্মেলনের মাধ্যমে পাঁচ দফা দাবিতে আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন। ঘোষিত পাঁচ দফা হলো-পদোন্নতি, পদ সৃজন এবং স্কেল আপগ্রেডেশন। বগুড়ায় অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রবর্তিত ‘কৃত্য পেশা ভিত্তিক মন্ত্রণালয়’ প্রতিষ্ঠারও দাবি জানানো হয়।
বিডি প্রতিদিন/এমআই