১৪ অক্টোবর, ২০২৩ ১৬:৩৮

ঝিনাইদহে সড়ক পরিবহন আইন মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে সড়ক পরিবহন আইন মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

আবুল হাসেম

ঝিনাইদহে সড়ক পরিবহন আইনের মামলায় হলিধানী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হাসেমকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।

এর আগে, শুক্রবার রাতে সদর উপজেলার রামচন্দ্রপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আবুল হাসেম রামচন্দ্রপুর গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন উদ্দিন জানান, সড়ক পরিবহন আইনের একটি মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। শনিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর