“সাদাছড়ি হাতে ধরি, স্মার্ট বাংলাদেশ নিজে গড়ি”-এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি বিতরণ, র্যালিসহ নানা আয়োজনে দিনাজপুরে বিশ্ব সাদাছড়ি দিবস পালন করা হয়েছে।
রবিবার জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্যে কেন্দ্র’র আয়োজনে এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থাসমূহের সহযোগিতায় বিশ্ব সাদাছড়ি দিবস পালিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাদাছড়ি দৃষ্টি প্রতিবন্ধীদের শুধু নিরাপত্তাই দেয় না, বরং প্রতিবন্ধীতাকেও জয় করে। বাংলাদেশে চোখের বিভিন্ন রোগ এবং প্রয়োজনীয় চিকিৎসা সময়মতো না করার কারণে দিন দিন দৃষ্টি প্রতিবন্ধীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সাদাছড়ি একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে চলার পথকে সুগম করে। তাদের বোঝা মনে না করে দক্ষ করে উন্নয়নের অংশীদার করা সম্ভব। আসুন, তাদের প্রতি আমরা আরোও আন্তরিক হই এবং সহযোগিতা করি।
দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ নুরে আলম। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ এমদাদুল হক প্রামাণিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ নুরে আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ মোঃ জিন্নাহ আল মামুন। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ মেহেদী হাসান। শুভেচ্ছা বক্তব্য রাখেন সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মইনুল হক, শহর সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আসাদুজ্জামান প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ