রংপুর নগরীতে বাথরুমের ভেন্টিলেটর দিয়ে এক নারীর গোসল করার দৃশ্য মোবাইলে ধারণ করার অভিযোগে জাফরুল হাসান জুয়েল নামে বিএডিসি এর সহকারী পরিচালককে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। গ্রেফতারকৃত জুয়েল বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন রংপুরে সহকারী পরিচালক পদে কর্মরত রয়েছেন। রবিবার সকালে রংপুর নগরীর মুন্সিপাড়া মোড় এলাকা থেকে আরপিএমপি কোতয়ালী থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশের ওসি মাহফুজার রহমান বলেন, ভুক্তভোগী নারীর স্বামী বাথরুমের ভেন্টিলেটর দিয়ে গোপনে মোবাইল ক্যামেরা দিয়ে দৃশ্য ধারণ করার অভিযোগে মামলা করলে আমরা অভিযুক্তকে গ্রেফতার করি। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ