২০ অক্টোবর, ২০২৩ ১১:৪৭

সিরাজগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক

সিরাজগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জে আলামিন (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আরও একজনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার দিবাগত রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ইছামতী গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আলামিন তার বন্ধু আল আমিন শেখকে সঙ্গে নিয়ে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের আহত করা হয়। এতে ঘটনাস্থলে আলামিন মারা যান। গুরুতর আহত আল আমিন শেখকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, মরদেহ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর