মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজাকে ঘিরে ফরিদপুরের বোয়ালমারীতে পূজামণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তুলতে উপজেলা প্রশাসন বিশেষ উদ্যোগ নিয়েছে।
এ উপলক্ষে শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে আনসার সমাবেশ।
সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারেফ হোসাইন নিরাপত্তা ব্যবস্থা জোরদারে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব। বোয়ালমারী পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু শ্যামল কুমার সাহা, শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন,
উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা পীযুষ কুমার ঘোষ, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রবিন কুমার লস্কর প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ