বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীর জানপুর ও খালিশপুর এলাকায় ইলিশ শিকার বিরোধী অভিযানিক দলের উপর হামলার অভিযোগ উঠেছে জেলেদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে নৌ পুলিশের সহায়তায় এই অভিযান চালায় মৎস্য বিভাগ। তবে হামলায় নৌকার মাঝি ও শ্রমিকরা আহত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ।
তিনি জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীর জানপুর ও খালিশপুর এলাকায় ইলিশ শিকার করছিল জেলেরা। এ খবর জানতে পেরে নৌ পুলিশের সহায়তায় মেঘনা নদীর জানপুর ও খালিশপুর এলাকায় অভিযানে গেলে আকস্মিক অভিযানিক দলের উপর হামলা চালায় জেলেরা। তারা ইট-পাটকেল নিক্ষেপ করার পাশাপাশি লাঠির মাথায় মশাল জ্বেলে অভিযানিক বোটের উপর নিক্ষেপ করে। হামলায় অভিযানিক নৌকার মাঝি ও শ্রমিক সহ কয়েকজন সামান্য আহত হয়।
হিজলা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, জেলেরা অভিযানিক দলের উপর ইটপাটকেল নিক্ষেপ করলেও পুলিশের ধাওয়া খেয়ে তারা পালিয়ে যায়। এ ঘটনায় অভিযানিক দলে থাকা নৌ পুলিশের কেউ আহত হয়নি।
তবে হামলার ঘটনায় থানায় কোন অভিযোগ আসেনি বলে জানিয়েছেন হিজলা থানার ওসি মো. জুবায়ের। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।
বিডি প্রতিদিন/হিমেল