জয়পুরহাট সদর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১১৭টি পূজামন্ডপে আর্থিক অনুদান প্রদান করেছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক। দুপুরে জয়পুরহাট পৌর কমিউনিটি সেন্টারে শারদীয় শুভেচ্ছা ও মতবিনিময় সভা শেষে ১১৭টি মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ৫ লাখ ৮৫ হাজার টাকা আর্থিক অনুদান দেন তিনি।
এসময় জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি শ্যামল সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাড. হৃষিকেশ সরকার, সাধারণ সম্পাদক প্রভাষক সুমন কুমার সাহা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর, জয়পুরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রতন কুমার খাঁ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম