ভাঙ্গায় এক স্কুলছাত্রী অপহরণের সাড়ে ৪ মাস পর ঢাকার রূপনগর এলাকা থেকে তাকে উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। এ সময় এক অপহরণকারীকেও গ্রেফতার করা হয়েছে। শুক্রবার পুলিশ স্কুলছাত্রীকে উদ্ধার করেছে।
ওই স্কুল ছাত্রী ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ উচ্চ বিদ্যালয় নবম শ্রেণির ছাত্রী। গত ৬ জুন বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রী অপহরণের শিকার হয় বলে ছাত্রীর পরিবার সূত্রে জানা যায়। এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে গত ২৫ জুন ৬ জনকে আসামি করে ভাঙ্গা থানায় অপহরণের অভিযোগে মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয় ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সিঙ্গারিয়া গ্রামের সরোয়ার শেখের ছেলে সজীব শেখকে।
ছাত্রীর মা জানান, সজীব দীর্ঘদিন ধরে তার মেয়েকে উত্যক্ত করে আসছিলো। এ ব্যাপারে সজীবের অভিভাবকদের বলেও কোনো ফল পাওয়া যায়নি। এক পর্যায়ে সজীব তার মেয়েকে অপহরণ করে।
হামিরদী ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সদস্য মোঃ আসাদুজ্জামান বলেন, সজীব বখাটে প্রকৃতির ছেলে।
মামলা তদন্তকারী কর্মকর্তা এস,আই কবির জানান, গত ৬ জুন বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে বখাটে কয়েকজন যুবক এক স্কুল ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। এঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি মামলা করেন। মামলাটি তদন্তের ভার আমাকে দেওয়া হয়। দীর্ঘ প্রায় সাড়ে ৪ মাস ধরে বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পরে তথ্য প্রযুক্তি সহায়তায় শুক্রবার সকালে ঢাকার রূপনগর থানা এলাকা থেকে স্কুল ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারী সজিব শেখকে আটক করতে সক্ষম হই। স্কুলছাত্রী ও অপহরণকারী সজীব থানা হেফাজতে রয়েছে। শনিবার তাদেরকে আইনি প্রক্রিয়ায় আদালতে পাঠানো হবে।
বিডি প্রতিদিন/এএ