১৬ অক্টোবর জীবিকার তাগিদে ময়মনসিংহের শম্ভুগঞ্জ বাসট্যান্ড থেকে স্বামীর কাছে ঢাকায় যাত্রা করছিলেন স্ত্রী। পথিমধ্যে স্বামীর ফোনকলে জানতে পারেন ভুলক্রমে ঢাকার গন্তব্যে না যেয়ে উঠে পড়েন ময়মনসিংহের হালুয়াঘাটের একটি যাত্রীবাহী পরিবহনে। ভুলক্রমে চলে আসা আর অসহায়ত্বের সুযোগ নিয়ে পিছু নেয় এক লম্পট বাসচালক। ফুসলিয়ে গন্তব্যে পৌঁছে দেয়ার নাটক সাজিয়ে লম্পট বাসচালক গৃহবধূকে একাধিকবার ধর্ষণ করে। ঘটনাটি কারো সাথে প্রকাশ না করার শর্তে দেখানো হয় ভয়ভীতি। স্বামী-স্ত্রী পরিচয় উল্লেখ করে নতুন বাসা ভাড়ায় রাখা হয় আত্মগোপনে।
মেয়ের হদিস না পেয়ে থানা হালুয়াঘাট পুলিশকে অবহিত করেন ভিকটিমের বাবা। এরপর শুরু হয় থানা পুলিশের উদ্ধার তৎপরতা।
ভিকটিম উদ্ধার ও ঘটনার মূলহোতা বাসচালককে আটকের পর আজ দুপুরে প্রেস ব্রিফিংয়ে আয়োজন করেন হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ সুমন চন্দ্র রায়। প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকের কাছে তথ্য তুলে ধরেন হালুয়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আহসান হাবীব। এমন চাঞ্চল্যকর তথ্য উঠে আসে হালুয়াঘাট থানা পুলিশের আয়োজিত প্রেসব্রিফিংয়ে।
এ ঘটনায় ২০ অক্টোবর রাতে ভিকটিম বাদী হয়ে মূলহোতা বাসচালক জাহাঙ্গীর আলমকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার দায়ের পর ওই রাতেই অভিযান চালিয়ে ঘটনার মূলহোতা জাহাঙ্গীরকে আটক করে হালুয়াঘাট থানা পুলিশ। আটক শেষে থানায় জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে অভিযুক্ত জাহাঙ্গীর। পরে আজ দুপুরে সাংবাদিকদের সাথে প্রেসব্রিফিং শেষে আদালতে প্রেরণ করা হয় জাহাঙ্গীরকে পাশাপাশি ভিকটিমকে ডাক্তারি পরীক্ষা জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. আবুল হাশেম।
অভিযুক্ত জাহাঙ্গীর আলম হালুয়াঘাট উপজেলার সদর ইউনিয়নের গোবরাকুড়া এলাকার মো. আব্দুল কাদিরের পুত্র বলে জানা যায়।
ভিকটিমের বাবা জানান, মেয়েটি সহজ সরল প্রকৃতির। স্বামীর পরামর্শে একাই ঢাকায় রওনা হয়েছিলেন। সামান্য ভুলের কারণে মেয়ের এমন পরিণিতে বাকরুদ্ধ। আইনের মাধ্যমে উপযুক্ত শাস্তি দাবি করেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে হালুয়াঘাট অফিসার ইনচার্জ (ওসি) সুমন চন্দ্র রায় জানান, ঘটনাটি জানার পর থেকে হালুয়াঘাট থানা পুলিশ বিষয়টি নিয়ে তৎপর ছিলেন। যার ফলশ্রুতিতে ভিকটিম ও ঘটনার মূলহোতাকে দ্রুত সময়ের আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ