বগুড়ায় সন্তানকে আটকে রেখে নিজ বাড়িতে গৃহবধূ তাসলিমা আক্তার খুনের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক যুবককে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটক করে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মুস্তাফিজ হাসান জানান, আমরা জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন এক যুবককে আটক করেছি। তবে তদন্তের স্বার্থে কিছু জানানো যাচ্ছে না। আমাদের কয়েকটা টিম কাজ করছে। আশা করছি শিগগিরই তাসলিমা হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হবে।
এর আগে গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে শহরের নিশিন্দারা মধ্যপাড়ায় নিজ বাসা থেকে তাসলিমার মরদেহ উদ্ধার করা হয়। ওই গৃহবধূর তিন বছর বয়সি শিশুকেও হাতুড়ি দিয়ে আঘাত করে রুমে আটকে রাখা হয়। নিহত তাসলিমা ওই এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী। সিরাজুল ইসলাম বগুড়া শহরের হকার্স মার্কেটে কাপড়ের ব্যবসা করেন।
নিহত তাসলিমার স্বজনেরা জানান, দুই মাস আগে সিরাজুলের স্ত্রী তাসলিমার কাছে কর্নপুর গ্রামের শাকিব নামে এক যুবক দশ হাজার টাকা ধার চান। টাকার ব্যাপারে তাসলিমা তার স্বামী সিরাজুলকে বললে তাসলিমার বাবার বাড়ির পাশেই শাকিবের বাড়ি হওয়ায় টাকা দিতে রাজি হয়। তবে সেই টাকা নভেম্বরের মধ্যে পরিশোধ করার কথা ছিল শাকিবের।
সিরাজুল ইসলাম বলেন, শাকিবের ধার নেওয়া টাকা নভেম্বরে দেওয়ার কথা ছিল এ কারণে শাকিবের সাথে আর কোনো কথা হয়নি। তবে স্ত্রীর সাথে এই টাকা নিয়ে কোনো ঝামেলা আছে কিনা তা আমার জানা নেই।
পুলিশ ধারণা করছে, আর্থিক লেনদেনের কারণে তাসলিমাকে হত্যা করা হতে পারে। তবে তদন্ত যেহেতু চলছে বিস্তারিত পরে জানানো হবে।
বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ জানান, তাসলিমার মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত শিশুর অবস্থা আগের চেয়ে ভাল। তবে এ ঘটনায় এখনও মামলা দায়ের হয়নি।
বিডিপ্রতিদিন/কবিরুল