২৩ অক্টোবর, ২০২৩ ১৬:৪২

দিনাজপুরে নিখোঁজের ১৩ দিনেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে নিখোঁজের ১৩ দিনেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী

স্কুলছাত্রী সুমনা রানী সুমি

নিখোঁজের ১৩ দিনেও উদ্ধার হয়নি দিনাজপুরের বীরগঞ্জের চতুর্থ শ্রেণীর স্কুলছাত্রী সুমনা রানী সুমি (১২)। 

এদিকে সন্তান নিখোঁজের শোকে ম্লান হয়ে গেছে পরিবারটির পূজার আনন্দ। বাড়িতে চলছে সুনশান নীরবতা। নেই কোনো পূজার আয়োজন। সন্তানকে ফিরে পাবার প্রহর গুনছে পরিবারের লোকজন। 

নিখোঁজ সুমনা রানী সুমি উদ্ধার না হওয়ায় এলাকাবাসীর মধ্যে চরম আংতক বিরাজ করছে। তবে তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে দ্রুত সময়ে নিখোঁজ স্কুলছাত্রীকে পরিবারে কাছে ফিরিয়ে দিতে জোড় তৎপরতা অব্যাহত রেখেছে বলে জানিয়েছে পুলিশ।

স্কুলছাত্রী সুমনা রানী সুমি (১২) বীরগঞ্জ পৌর শহরের ৭নং ওয়ার্ডের বাসিন্দা সতিশ রায়ের দ্বিতীয় কন্যা। সে সজিালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্রী। সতিশ রায় পেশায় একজন রিক্সা চালক এবং মা সারদা দেবনাথ একজন গৃহিনী।

এ ব্যাপারে বীরগঞ্জ থানার এসআই মো. আলী জানান, নিখোঁজ সুমনা রানী সুমিকে উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যহত রয়েছে। এখন পর্যন্ত তার অবস্থান সনাক্ত করা সম্ভব হয়নি। তবে তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে দ্রুত সময়ে নিখোঁজ স্কুলছাত্রীকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে বীরগঞ্জ থানা কাজ করে যাচ্ছে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর