২৬ অক্টোবর, ২০২৩ ২১:১৪

রংপুরে চুরি হওয়া ৩০ মোবাইল ফোন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, রংপুর:

রংপুরে চুরি হওয়া ৩০ মোবাইল ফোন উদ্ধার

রংপুর জেলা পুলিশ বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৩০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়েছে। বৃহস্পতিবার দুপুরে রংপুরের পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে পুলিশ সুপার মো. ফেরদৌস আলী চৌধুরী মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেন। 

জানা গেছে, মোবাইল ফোনের মালিকদের জিডি'র প্রেক্ষিতে রংপুর জেলার বিভিন্ন থানায় গঠিত সাইবার ক্রাইম মনিটরিং সেল কর্তৃক বিভিন্ন স্থান থেকে চলতি বছরের জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত হারিয়ে যাওয়া বিভিন্ন মডেলের মোট ৩৬৮টি স্মার্ট ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর  করেছে। 
মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠানে হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ফোনের মালিকরা। তারা রংপুর জেলা পুলিশ সুপার ও সাইবার মনিটরিং সেল'কে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান।

এ সময় পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, পুলিশের নিকট সেবা পেতে সঠিক সময়ে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি সকলকে আহবান জানান এবং মোবাইল উদ্ধারকারী অফিসারদের ধন্যবাদ জানান।

বিডি প্রতিদিন/এএম

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর