বান্দরবান শহরে এক নারীকে নির্যাতনের অভিযোগে একই পরিবারের চারজনকে আটক করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের বনরূপা এলাকা থেকে তাদের আটক করে বান্দরবান সদর থানা পুলিশ।
আটককৃতরা হলেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী অজিত দাশ (৫৫), ছেলে অভি দাশ, মেয়ে রিনা দাশ ও পুত্রবধূ রিতা দাশ। তারা বনরুপা এলাকার বাসিন্দা।
নির্যাতিনের শিকার শিমা দাশ জানান, শুক্রবার সন্ধ্যার একটু আগে নিজ বাসায় ভাত খাবার সময় অজিত দাশ কয়েকজন যুবক নিয়ে এসে টেনে নিয়ে উঠোনে গাছের সাথে রশি দিয়ে বেঁধে চুল কেটে, বিবস্ত্র করে নির্যাতন চালায়। এসময় ঘরের জিনিসপত্র ভাঙচুর করা হয়।
বান্দরবান সদর থানার ওসি আবদুল জলিল জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও অজিত দাশসহ তার পরিবারের ৪ সদস্যকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি অজিত দাশ বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের অবসরপ্রাপ্ত চতুর্থ শ্রেণির কর্মচারী। আটককৃতদের বিরুদ্ধে থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        