দেশব্যাপী বিএনপি ও জামায়াতের মিথ্যাচার-গুজব অগ্নিসন্ত্রাস-জঙ্গীবাদ, দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য কর্মরত পুলিশকে নির্মমভাবে হত্যা, পুলিশ হাসপাতালে হামলা, অগ্নিসংযোগ ও অযৌক্তিক আহুত হরতাল ও অবরোধ প্রতিহত করতে দিনাজপুর জেলা ১৪ দল আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশ হয়েছে।
সোমবার দিনাজপুর শহরের পুলহাট তিন রাস্তার মোড়ে শান্তি ও উন্নয়ন সমাবেশে সূচনা বক্তব্য রাখেন ও সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা ১৪ দলের সমন্বয়ক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা।
জেলা ১৪ দল আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, মোঃ ফরিদুল ইসলাম, মোঃ বজলুল হক, সাবেক মহিলা এমপি সুলতানা বুলবুল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুন বেগম লাবুন, জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সৈয়দ সালাউদ্দিন দীলিপ, জেলা ১৪ দলের সদস্য সচিব ও জাসদের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য মোঃ হবিবর রহমান, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাঃ মনিরুজ্জামান জুয়েল প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ