গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপি-জামায়াতের দ্বিতীয় দফায় ৪৮ ঘণ্টা ডাকা অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার সকাল থেকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলার সকল সড়ক ও মহাসড়কে দলের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে। পরে দুপুরে শহরের চৌমাথা মোড়ে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী বাদু, এমপির সমন্বয়কারী আব্দুল্যাহ আল হাসান চৌধুরী লিটন, উপজেলা আওয়াামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/বাজিত