সারা দেশে বিএনপি-জামাতের অবরোধের নামে হত্যা, অগ্নিসংযোগ, বোমা হামলা ও যানবাহন ভাঙচুরের প্রতিবাদে বগুড়া মাটিডালি মোড় ও শহরতলী বনানী এলাকায় প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছে আওয়ামী লীগ।
সোমবার বেলা ১১টায় সদরের মাটিডালি মোড়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপুর নেতৃত্বে প্রতিবাদ সমাবেশ করা হয়। সমাবেশে বক্তব্যে তিনি বলেন, বিএনপি-জামায়াত হরতাল-অবরোধের নামে সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করছে। বিনা কারণে যানবাহনে আগুন দিয়ে মানুষের ক্ষতি করছে। পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করছে। আওয়ামী লীগ কখনও জ্বালাও পোড়াও মানুষ হত্যা করে না। আওয়ামী লীগ সব সময় দেশের জনগণের পাশে আছে। দেশের সাধারন মানুষের জানমাল রক্ষার্থে আওয়ামী লীগ পাশে থাকবে।
এসময় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, তপন কুমার চক্রবর্ত্তী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সফিয়ান সফিক, সাধারণ সম্পাদক মাফুজুল ইসলাম রাজ, কামরুল হুদা উজ্জল, জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, অধ্যক্ষ শহিদুল ইসলাম দুলু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবিহা সাবরিন পিংকি, কামরুল মোর্শেদ আপেল, ডালিয়া নাসরিন রিক্তা, জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা প্রমুখ। সমাবেশ শেষে প্রতিবাদ মিছিল মাটিডালি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এদিকে একই সময়ে বগুড়া শহরতলী বনানী স্ট্যান্ডে বিএনপি-জামায়াতের অবৈধ হরতাল-অবরোধের নামে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি মিছিল ও সমাবেশ করা হয়। বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনুর নেতৃত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে মজিবর রহমান মজনু বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেখে বিএনপি-জামায়াত ঈর্ষান্বিত হয়ে দেশে হরতাল-অপরোধ দিয়ে অরাজকতা সৃষ্টি করছে। গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দেশের সম্পদ নষ্ট করছে। বার বার তাদের এমন কর্মকাণ্ডে সাধারণ মানুষ ক্ষুব্ধ। এ দেশের মানুষ বিএনপির মত সন্ত্রাসী দলকে ক্ষমতায় দেখতে চায় না।
এসম আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আনিছুজ্জামান মিন্টু, মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন রহমান সীমা, পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন, সাধারণ সম্পাদক আবু ওবাইদুল হাসান ববি, শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু দিলীপ কুমার চৌধুরী, জেলা আওয়ামী লীগের সদস্য গৌতুম কুমার দাস, আলমগীর হোসেন স্বপন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহীন, সহ-সভাপতি আবু জাফর সিদ্দিক রিপন, সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, শ্রমিক লীগ নেতা আব্দুস সালাম, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান রাজন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয় প্রমুখ। সমাবেশ শেষে বনানী এলাকায় শান্তি মিছিল বের করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন