বান্দরবানের লামার মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে ডুবে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মোবিনুল ইসলাম রোহান লামা পৌরসভার চেয়ারম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর শিক্ষার্থী।
সোমবার দুপুরে বন্ধুদের সাথে নিয়ে শিশু রোহান পৌর এলাকার টাংকি পাহাড় এলাকার মাতামুহুরী নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে শিশু রোহানের মরদেহ ভাসতে দেখলে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে তার বাড়িতে নিয়ে আসে।
লামা থানা পুলিশের ওসি শামীম শেখ জানান, ময়নাতদন্ত ছাড়াই নিহত শিশু রোহানের পরিবার লাশটি দাফনের ব্যবস্থা করেছে।
বিডি প্রতিদিন/এএম