বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজের ফটকগুলোতে তালা ঝুলিয়ে দেয় ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় এক দফা দাবি আদায়ের লক্ষ্যে ‘রাষ্ট্র মেরামতের কাজ চলতেছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত’ লেখা সম্বলিত একটি প্ল্যাকার্ডও টানিয়ে দেন তারা।
সোমবার সকালে শহরের কামাড়গাড়িতে স্নাতক-স্নাতকোত্তর ভবন ও ফুলবাড়িতে উচ্চ মাধ্যমিক ভাবনে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এতে নেতৃত্ব দেন কলেজ শাখা ছাত্রদল নেতা সন্ধান সরকার।
প্রত্যক্ষদর্শীরা জানান, তালা ঝুলিয়ে দেওয়ার পর প্রধান ফটকটি কিছুক্ষণ বন্ধ ছিল। পরে সকাল সাড়ে ৭ টার দিকে ফটকের তালা ভেঙে শিক্ষার্থীদের চলাচলের ব্যবস্থা করা হয়।
সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল নেতা সন্ধান সরকার জানান, এক দফা দাবিতে আজিজুল হক কলেজের ফটকগুলোতে তালা ঝুলিয়েছি। খালেদা জিয়ার মুক্তি দিয়ে অতি দ্রুত একটি নিরপেক্ষ সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন করতে হবে। অন্যথায় সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসে আন্দোলন চালিয়ে যাবো।
সরকারি আজিজুল হক কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডা. সবুর উদ্দিন জানান, কোন দলই সাধারণ শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ নষ্ট করার অধিকার রাখেনা। কেউ যদি চোরাগুপ্তভাবে কোন কর্মসূচি পালন করে সেটা তাদের ব্যাপার। তবে কলেজের ফটকে কোন তালা বা ব্যানার আমি দেখিনি। বর্তমানে শিক্ষার পরিবেশ স্বাভাবিক রয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল