ময়মনসিংহের ফুলপুরে সরিষা চাষ বিষয়ে কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় তেল জাতীয় ফসল (সরিষা) এর আবাদ বৃদ্ধির লক্ষ্যে ৫নং ফুলপুর সদর ইউনিয়নের পূর্ব বাখাই গ্রামে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সরিষার চাষাবাদের নিয়মাবলি নিয়ে বিশেষ আলোচনা করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এম. সাজ্জাদুল হাসান।
তিনি বলেন, ভোজ্যতেলের চাহিদা পূরণের জন্যে স্থানীয়ভাবে সরিষার উৎপাদন বৃদ্ধি করতে হবে। এজন্য কৃষকদেরকে আধুনিক কৃষি প্রযুক্তি ও কলাকৌশল অনুসরণ করে চাষ করতে হবে। এসময় তিনি সরিষার আধুনিক জাত চাষের বিষয়ে কৃষকদের দৃষ্টি আকর্ষণ করেন। উপজেলা কৃষি অফিসার ফারুক আহাম্মেদের সভাপতিত্বে কৃষকদের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু, বীর মুক্তিযোদ্ধা বিজয় চন্দ্র বিশ্বাস প্রমুখ। সভায় আড়াইশ কৃষকসহ স্থানীয় ইউপি সদস্য ও উপসহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ