গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংর্র্ঘষে ওমর ফারুক (১৯) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরো একজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মঙ্গলবার বেলা ২টার দিকে গোবিন্দগঞ্জ- মহিমাগঞ্জ সড়কের শ্রীমুখ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক।
নিহত ওমর ফারুক উপজেলার কোচাশহর ইউনিয়নের শক্তিপুর গ্রামের মতিয়ার রহমানের পুত্র।
চেয়ারম্যান ও স্থানীয়রা জানান, মহিমাগঞ্জ মুখী একটি ট্রাক্টরের সাথে গোবিন্দগঞ্জমুখী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী ওমর ফারুক ঘটনাস্থলেই মারা যায়।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। তবে কোন অভিযোগ না থাকায় নিহত ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ