গোপালগঞ্জে বিসিক এর উদ্যোগে ৫ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কর হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১২টায় গোপালগঞ্জ বিসিক বিসিক কার্যালয়ে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
বিজনেস প্লানসহ অন্যান্য বিষয়ের উপর ৭ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত ২৫ জন প্রশিক্ষণার্থীদেরকে এই প্রশিক্ষণ প্রদান করা হবে।
গোপালগঞ্জ বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যাবস্থাপক মোঃ হাবিবুর রহমান রাসেলের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিন, গোপালগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক মোঃ মিজানুর রহমান প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ