কক্সবাজারের উখিয়ায় গুলিবিদ্ধ হয়ে বিএনপি নেতা জাগির হোসেনের মৃত্যুতে আগামীকাল জেলায় সকাল-সন্ধ্যা পূর্ণ দিবস হরতাল ডেকেছে জেলা বিএনপি। কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না মঙ্গলবার বিকেলে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘোষণা দেন।
জানা গেছে, আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাগির হোসেন। নিহত জাগির উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাইন্নাশিয়া গ্রামের মোহাম্মদ আলমের পুত্র এবং সাবেক যুবদল নেতা ও বর্তমান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সহ-সাংগঠনিক সম্পাদক।
বিডি-প্রতিদিন/শফিক