বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র-নৈরাজ্যের প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ, প্রতিবাদ মিছিল-সমাবেশ করেছে মাদারীপুর জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন।
বুধবার বেলা ১২টার দিকে মাদারীপুর শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করা হয়। পরে জেলা আইনজীবী সমিতি কার্যালয়ের সামনে সমাবেশ করে আওয়ামী লীগ।
এ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্থ করতে রাজধানীতে সমাবেশের নামে বিএনপি-জামায়াত নৈরাজ্যের সৃষ্টি করেছে। আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করে যাচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, যুগ্ম সাধারণ সম্পাদক ও মাদারীপুর পৌরমেয়র খালিদ হোসেন ইয়াদ, সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক খানসহ অনেকেই।
বিডি প্রতিদিন/হিমেল