বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন করেছে জেলা মহিলা আওয়ামী লীগ।
আজ বুধবার (৮ নভেম্বর) সকাল ১১টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। এ কর্মসূচিতে জেলা মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা অংশ নেন।
মানববন্ধন চলাকালে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাসিমা আক্তার রুবেল, সাধারণ সম্পাদক মাহমুদা খান, যুগ্ম সাধারণ সম্পাদক দিলরুবা শারমীন বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/হিমেল