বিএনপি-জামায়াত জোটের ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’, নারীদের প্রতি সহিংসতা, পুলিশ হত্যা, সাংবাদিকদের উপর আক্রমণ, গণপরিবহনে অগ্নিসংযোগ ও সাধারণ মানুষের হয়রানির প্রতিবাদে মাগুরা জেলা মহিলা আওয়ামী লীগ মানববন্ধন করেছে। বুধবার সকালে শহরের চৌরঙ্গী মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য (সংরক্ষিত) কামরুল লায়লা জলির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ্। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু। বক্তব্য রাখেন সহ সভাপতি আবু নাসির বাবলু ও সৈয়দ শরিফুল ইসলাম।
এ সময় মানববন্ধনে সহস্রাধিক মহিলার উপস্থিতিতে নেতৃবৃন্দ বিএনপি-জামায়াতের সকল ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ প্রতিবাদ জানান ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বিডি প্রতিদিন/এমআই