আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে কুমিল্লা-২ (হোমনা ও মেঘনা) আসনে তৃণমূল থেকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন নেতাকর্মীরা। শনিবার দুপুরে মেঘনা উপজেলার লুটেরচর এলাকার কমিউনিটি সেন্টারে হোমনা ও মেঘনা উপজেলা আওয়ামী লীগের যৌথসভায় ওই দাবি জানানো হয়।
সভায় মেঘনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল আলম বা হোমনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল মজিদকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়।
মেঘনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল আলমের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন হোমনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল মজিদ। বক্তব্য রাখেন মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, হোমনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম ছিদ্দিকুর রহমান আবুল, মেঘনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবদুস সালাম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন শিশির।বিডি প্রতিদিন/হিমেল