বগুড়ার শেরপুরে বাসচাপায় এক প্রকৌশলী নিহত হয়েছেন। তার নাম আব্দুল্লাহ আল মামুন (২৫)। রবিবার ভোররাতে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া বটতলা বাজার নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ আল মামুন একই ইউনিয়নের শেরুয়া গড়ের বাড়ি গ্রামের হযরত আলীর ছেলে।
শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা নাদির হোসের জানান, নিজ মোটর গ্যারেজ থেকে মোটরসাইকেল যোগে বাড়ি যাচ্ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন। পথিমধ্যে মহাসড়কের শেরুয়া বটতলা বাজার নামক স্থানে পৌঁছালে ঢাকাগামী দ্রুতগতির একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ ফয়সাল আহমেদ জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি চলে যাওয়ায় চালক-হেলপার কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে তাদের চিহিৃত করে গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়া আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।বিডি প্রতিদিন/এএম