১৫ নভেম্বর, ২০২৩ ১৬:০৫

লালপুরে গৃহবধূর লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি

লালপুরে গৃহবধূর লাশ উদ্ধার

প্রতীকী ছবি

নাটোরের লালপুরে পেটের পীড়া সইতে না পেরে বটি দিয়ে নিজের দুই পায়ের রগ কেটে মিনা রানী (৩৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বুধবার সকালে উপজেলার হাসিমপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহত ওই গৃহবধূ একই গ্রামের উজ্জ্বল কুমারের স্ত্রী। 

জানা যায়, মিনা দীর্ঘদিন ধরে পেটের পীড়ায় ভুগছিলেন। পেটের পীড়া সইতে না পেরে পরিবারের সদস্যদের অজান্তে সকালে তার ঘরে বটি দিয়ে দুই পায়ের রগ কাটায় অতিরিক্ত রক্তক্ষরণ কারণে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 
এ বিষয়ে আড়বাব ইউনিয়নের সদস্য লালন বলেন, মিনা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তার দুই পায়ের রগ কাটায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে লালপুর থানার ওসি উজ্জ্বল হোসেন বলেন,মানসিক চাপে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধরণা করা হচ্ছে। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর