ঝিনাইদহে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৪৮ বছর।
শনিবার দুপুরে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের দক্ষিণ রামনগর গ্রামের একটি আমবাগান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
এসময় মরদেহের পাশে থেকে উদ্ধার করা হয়েছে একটি লোহার শাবল,শুকনা খাবার চিড়া ও শীতের পোশাক।
জানা গেছে, দুপুরে ১২টার দিকে এলাকার কৃষকেরা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের মুখে আধাপাকা দাড়ি, পরনে লুঙ্গি ও গায়ে ফুল শার্ট রয়েছে। ধারণা করা হচ্ছে- তিনি কোনো জেলা থেকে শ্রমিক হিসেবে দিন মজুরির কাজ করতে এসেছিলেন।
এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন উদ্দিন জানান, নিহতের মাথায় আঘাতের চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে শাবল দিয়ে তাকে আঘাত করা হয়েছে। তবে নিহতের পরিচয় বের করার কাজ চলছে। নাম পরিচয় পাওয়া গেলে দ্রুতই আসামিদের শনাক্ত করা সম্ভব হবে।
বিডি প্রতিদিন/আজাদ