বরিশাল সদর উপজেলার ৯ নম্বর টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসাসহ সার্বিক উন্নয়নের লক্ষে ইউনিয়নবাসীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘এসো ঐক্যের বন্ধনে সমৃদ্ধ সমাজ গড়ি’ শ্লোগান নিয়ে শনিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের কীর্তনখোলা মিলনায়তনে সম্মেলন কক্ষে ৯ নম্বর টুঙ্গিবাড়িয়া ইউনিয়ন উন্নয়ন পরিষদের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
টুঙ্গিবাড়িয়া ইউনিয়ন উন্নয়ন পরিষদের আহবায়ক অধ্যাপক শাহ্ আজিজুর রহমান খোকনের সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক শহিদুল ইসলামের সঞ্চলনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মো. জহিরুল ইসলাম, মো. রাসেল ইমরান, আনোয়ার হোসেন খান, আহসান হাবীব, আবু ছালাম সিকদার, জাহাঙ্গীর কবিরসহ স্থানীয় বিভিন্ন ব্যক্তিবর্গ।
এছাড়া মতবিনিময় সভায় ওই এলাকার বাসিন্দা শিক্ষক, আইনজীবী, ব্যাংকার, ব্যবসায়ী ও কৃষকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত হয় সভায়।
বিডি প্রতিদিন/এএম