ঝিনাইদহ থেকে আসলাম মিয়া(৪৫) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের দক্ষিন রামনগর গ্রামের মাঠে একটি আমবাগান থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত আসলাম পাবনা জেলার চাটমোহর উপজেলার বহরামপুর গ্রামের ফরিদুল ইসলামের ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ একজনকে আটক করেছে।
জানা যায়,দুপুরে ১২টার দিকে এলাকার কৃষকেরা মৃতদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের মুখে আধাকাঁচা দাড়ি,পরনে লুঙ্গি ও গায়ে ফুল শার্ট রয়েছে। ধারনা করা হচ্ছে কোন জেলা থেকে শ্রমিক হিসাবে দিন মুজুরির কাজ করতে এসেছিলেন।
এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ শাহীন উদ্দিন জানান, নিহতের মাথায় আঘাতের চিহ্ন দেখে ধারনা করা হচ্ছে ভারি কিছু দিয়ে তাকে আঘাত করা হয়েছে। তবে নিহতের পরিচয় পাওয়া গেছে। একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আসা করছি দ্রুতই হত্যার রহস্য উৎঘাটন করা সম্ভব হবে।
বিডি প্রতিদিন/এএম