খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা বিএনপির সভাপতি আবু ইউছুফ ও সাধারণ সম্পাদক নবী হোসেনকে দলীয় কর্মসূচিতে নিষ্ক্রীয় থাকার কারণে জেলা বিএনপি তাদের পদ সাময়িকভাবে স্থগিত করেছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার বিষয়টি নিশ্চিত করে জানান, এই দুজন বিএনপির চলমান কর্মসূচিতে নিষ্ক্রীয় থাকার কারণে তাদের পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তাদেরকে জেলা বিএনপির পক্ষ থেকে এক চিঠির মাধ্যমে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএ