গাইবান্ধায় রুশ বিপ্লব বার্ষিকী ও বাসদের (মার্কসবাদী) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লাল পতাকা মিছিল ও সমাবেশ করা হয়েছে। রবিবার সকাল ১১টার দিকে এ উপলক্ষে লাল পতাকা মিছিল পৌর শহীদ মিনার চত্ত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে পার্টির জেলা আহ্বায়ক কমরেড আহসানুল হাবিব সাঈদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাসদ মার্কসবাদী জেলা সদস্য গোলাম ছাদেক লেবু, নিলুফার ইয়াসমিন শিল্পী, কাজী আবু রাহেন শফিউল্যাহ, মাহবুবুর রহমান খোকা প্রমুখ।
বক্তারা বলেন, সরকারের দুঃশাসন, সীমাহীন দুর্নীতি-লুটপাট ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে মানুষ অসহনীয় কষ্টে দিনযাপন করছে। মত প্রকাশের স্বাধীনতা হরণ, সভা সমাবেশে বিনা উসকানিতে পুলিশের হামলা, গ্রেফতার, গুম, খুনের মাধ্যমে দেশে চূড়ান্ত ভীতির পরিবেশ তৈরি করেছে এই অগণতান্ত্রিক সরকার। এই সুযোগে উন্নয়নের নামে মেগা প্রজেক্ট গ্রহণ করে মেগা লুটপাটের সুযোগ করে দিচ্ছে সরকার। লুটপাটের ধারাবাহিকতা বজায় রাখতে আরও একটা প্রহসনের একতরফা নির্বাচনী তফসিল ঘোষণা করে ক্ষমতায় আসতে চায় আওয়ামী লীগ। এদের হাত থেকে বাঁচতে বামপন্থীদের নেতৃত্বে ব্যাপক গণআন্দোলন গড়ে তুলে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে হবে।
বিডি প্রতিদিন/এএ