২১ নভেম্বর, ২০২৩ ১৪:৩১

নাইট কোচের উপর দুষ্কৃতিকারীদের হামলা, সাত বাস ভাঙচুর

খাগড়াছড়ি প্রতিনিধি

নাইট কোচের উপর দুষ্কৃতিকারীদের হামলা, সাত বাস ভাঙচুর

নাইট কোচের উপর দুষ্কৃতিকারীদের হামলা, সাত বাস ভাঙচুর

খাগড়াছড়ি থেকে ঢাকা যাওয়ার পথে নাইট কোচের উপর হামলা চালিয়েছে দুষ্কৃতিকারীদের। এ সময় সাতটি বাস ভাঙচুর করা হয়।

গুইমারায় উপজেলার বাইল্যাছড়ি এলাকার বুদুমপাড়া এলাকায় সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরিবহনের লাইনম্যানরা জানান, রাত ১০টায় ঢাকার উদ্দেশ্যে পরিবহনগুলো যাত্রী নিয়ে খাগড়াছড়ি থেকে ছেড়ে যায়। পথে বুদুমপাড়া এলাকায় দুষ্কৃতিকারীরা হামলা করে পালিয়ে যায়। 

গুইমারা থানার ওসি রাজীব চন্দ্র কর ঘটনার সত্যতা স্বীকার করে জানান, “রাতে কয়েকটি পরিবহনের বিভিন্ন যাত্রীবাহী বাস খাগড়াছড়ি থেকে রাজধানী ঢাকায় যাচ্ছিল। বাসগুলো বাইল্যাছড়ি এলাকায় পৌঁছলে দুষ্কৃতীকারীরা হামলা করে। এতে বেশ কয়েকটি বাস ভাঙচুর করা হয়। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্তে পুলিশ মাঠে রয়েছে। ঘটনার সময় যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।” 

তবে এ ঘটনায় কেউ গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

বিডি প্রতিদিন/আজাদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর