কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মেট্রো, রংপুরের সার্বিক সহযোগীতায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), আঞ্চলিক কার্যালয় রংপুর বুধবার ব্রি ধান১০৩ ধানের জাতের ফসল কর্তন উৎসবের আয়োজন করে। ফসল কর্তন উৎসবে কৃষক ও কৃষির সাথে সম্পর্কিত প্রায় ১০০ জন অংশগ্রহণকারী ছিলেন।
২০২২ সালে উদ্ভাবিত ব্রি ধান ১০৩ জাতটিতে আধুনিক উফশী ধানের সকল বৈশিষ্ট্য বিদ্যমান। এ জাতের কান্ড শক্ত, সহজে হেলে পড়ে না এবং ধান পাকার পরও গাছ সবুজ থাকে। এ জাতের ধানের গাছের গড় উচ্চতা ১২৫ সেন্টিমিটার, চিকন ও সাদা। জাতটির ফসল কর্তন করে ১৪ শতাংম আদ্রতায় বিঘা (৩৩ শতাংশ) প্রতি ২২ মণ ফলন পাওয়া যায়।
ফসল কর্তন অনুষ্ঠানের উদ্বোধন করেন রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আফতাব হোসেন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন উপ- পরিচালক কৃষিবিদ মো. ওবায়দুর রহমান মন্ডল, কৃষিবিদ মো. আতিকুর রহমান, ড. মো. আল-আমিন হোসেন তালুকদার, কৃষিবিদ মোছা. হোমায়রা মন্ডল, মো. মাসুদ সুলতান, ড. মোহাম্মদ আলী, আঞ্চলিক বেতার কৃষি অফিসার কৃষিবিদ মো. শাহাদৎ হোসেন।অনুষ্ঠানে সভাপতিত্ব ব্রি আঞ্চলিক কার্যালয় রংপুরের প্রধান ও প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসারড. মোঃ রকিবুল হাসান।
বিডি প্রতিদিন/এএম