অবরোধের সমর্থনে মশাল মিছিল করেছে বিএনপি-ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। রবিবার সন্ধ্যার পর সিরাজগঞ্জ জেলা বিএনপির নেতৃত্বে সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কে শান্তিপূর্ণ এ মশাল মিছিল করা হয়।
মিছিলে কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপি-ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিল চলাকালে ট্রাক-সিএনজি নির্বিঘ্নে চলাচল করতে দেখা গেছে। মিছিলে এসময় নেতাকর্মীরা ফরমায়েসী তফশিল বাতিল, আওয়ামী লীগ বিরোধী এবং অবরোধ সফল করতে নানা শ্লোগান দেন।
বিডি প্রতিদিন/হিমেল