টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও দুই জন আহত হয়েছেন। উপজেলার মহিষমারা ইউনিয়নে নেদুর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে মোটর সাইকেল এবং অটোরিক্সার সাথে সংর্ঘষের ফলে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মধুপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনর্চাজ মোল্লা আজিজুর রহমান। নিহত ব্যাক্তি বেরিবাইদ ইউনিয়নের মো. আজাহার আলীর ছেলে জুয়েল রানা (৩০)।
উপজেলার বেরিবাইদ ইউনিয়নের চেয়ারম্যান মো. জুলহাস উদ্দিন জানান আমার ইউনিয়নের বাসিন্দা তিনি মোটর সাইকেল যোগে নেদুর বাজারের কাছে অটো রিকসার সাথে সংর্ঘষে ঘটনাস্থলে একজন নিহত হন। তিনি আরো জানান স্বজনরা লাশ নিয়ে বাড়িতে গেছেন। এ বিষয় কোন মামলা না করার প্রতিশ্রুতি দিয়ে তারা নিয়ে যান।
মধুপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনর্চাজ মোল্লা আজিজুর রহমান বলেন, বেরিবাইদ ইউনিয়নের চেয়ারম্যানের সাথে কথা বলে নিহতর লাশ স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন।
বিডি প্রতিদিন/এএম
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        