রাঙামাটি ২৯৯ নং আসনে জন্য শেষ মুহূর্তে মনোনয়পত্র জমা দিয়েছেন সম্ভাব্য তিন প্রার্থী। তারা হলেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য দীপংকর তালুকদার। জাতীয় পার্টির সভাপতি মো. হারুন রশিদ মাতব্বর। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার ও বিশ্ব বিন্দু পরিষদের রাঙামাটি জেলা সভাপতি অমর কুমার দে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. মোশারফ হোসেন খানের কাছে মনোনয়নপত্র জমা দেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য দীপংকর তালুকদার। এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, জেলা পৌর আওয়ামী লীগের সভাপতি মো. সোলায়মান বাদশা, সাবেক পৌর মেয়র মো. হাবিবুর রহমার উপস্থি ছিলেন ।
দুপুর ১টায় মনোনয়নপত্র জমা দেন জাতীয় পার্টির সভাপতি মো. হারুন রশিদ মাতব্বর। এর আগে গত মঙ্গলবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ সভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছে বিশ্ব বিন্দু পরিষদের রাঙামাটি জেলা সভাপতি অমর কুমার দে। বিকাল ৪টা পর্যন্ত চলে মনোনয়নপত্র জমাদান কার্যক্রম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার রাঙামাটি মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৯ হাজার ৩১৭ জন। তার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫০ হাজার ৯৪৪। নারী ভোটার সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৩৭৩ জন।
বিডি প্রতিদিন/নাজমুল