৩ ডিসেম্বর, ২০২৩ ১৯:২৭

ভোলায় ১৭ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ২

ভোলা প্রতিনিধি

ভোলায় ১৭ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ২

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা জেলার ৪টি আসনে ২০ প্রার্থীর মধ্যে ১৭ জনের মনোনয়নপত্র  বৈধ ঘোষণা করা হয়েছে। আজ রবিবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ভোলা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আরিফুজ্জামানের সভাপতিত্বে যাচাই বাছাই হয়।

এসময় ভোলা -১ সদর আসনের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমানের দাখিলকৃত কাগজপত্রে ত্রুটি এবং ভোলা -২ আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম রিটুর যথাযথ দলীয় মনোনয়নপত্র না থাকায় মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। 

এছাড়া ভোলা-১ আসনের আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী তোফায়েল আহমেদ, ভোলা -২ আসনের প্রার্থী আলী আজম মুকুল, ভোলা- ৩ আসনের নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা- ৪ আসনের আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবসহ জাতীয় পার্টি, কংগ্রেস পার্টিসহ বিভিন্ন দলের ১৭ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

এদিকে জাতীয় পার্টির প্রার্থী মো. মিজানুর রহমানের ঋণ খেলাপী থাকায় তার কাগজপত্রের বিষয়ে অধিকতর যাচাই বাছাই পূর্বক সিদ্ধান্ত পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছেন ভোলা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আরিফুজ্জামান।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর