১২ ডিসেম্বর, ২০২৩ ১৮:৪৭

বগুড়ায় উৎপাদনশীলতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় উৎপাদনশীলতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

বগুড়ায় উৎপাদনশীলতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) উৎপাদনশীলতা উন্নয়ন বিষয়ে বগুড়ায় তিনদিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার সকালে বিসিক জেলা কার্যালয়ের আয়োজনে প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ-আল-মারুফ।

বিসিক বগুড়া কার্যালয়ের উপ মহাব্যবস্থাপক একেএম মাহফুজুর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিসিক রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা মো. সাজিদুল ইসলাম। প্রশিক্ষণে কোর্স সমন্বয়কারী হিসেবে ছিলেন ন্যাশনাল প্রোডাকটিভিটি অরগানাইজেশনের ঊর্ধ্বতন গবেষণা কর্মকর্তা মোছা. আবিদা সুলতনা।

বিসিক সূত্রে জানা যায়, তিন দিনের প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করছে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল প্রোডাকটিভিটি অরগানাইজেশন। এতে ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা শিল্পনগরীর মালিক কিংবা উৎপাদনের সাথে জড়িত রয়েছেন। তাদের মান উন্নয়নের জন্য এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণ চলবে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর