পটুয়াখালীর গলাচিপার চরবিশ্বাস গ্রামের লোকালয়ে চলে আসা দুটি চিত্রা হরিণ স্থানীয় প্রশাসনের সহায়তায় উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের আলাদাস্থান থেকে হরিণ দুটি উদ্ধার করা হয়েছে।
প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তার তত্ত্বাবধানে হরিণ দুটিকে চিকিৎসাধীন রাখা হয়েছে। হরিণ দুটি সুস্থ হলে ফের বনাঞ্চলে অবমুক্ত করা হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন আল হেলাল।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বুধবার সকালে চরবিশ্বাস ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তৌহিদুল ইসলামের বাড়ির পাশ থেকে প্রথমে একটি হরিণ উদ্ধার করা হয়। তরমুজ খেতের শ্রমিকরা হরিণটিকে উদ্ধার করে বাড়িতে বেঁধে রাখেন। এর কিছু পরে চরআগস্তি গ্রামের সেলিম বিশ্বাসের বাড়ির পাশ থেকে অপর হরিণটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের ধারনা, হরিণ দুটি চরবাংলা বনাঞ্চল থেকে বুড়াগৌরাঙ্গ নদী পাড়ি দিয়ে লোকালয়ে চলে আসে। বিষয়টি স্থানীয় পর্যায় থেকে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়। উপজেলা নির্বাহী অফিসার হরিণ দুটি উদ্ধার করার জন্য প্রাণি সম্পদ ও বনবিভাগের কর্মীসহ পটুয়াখালী অ্যানিমেল লাভার্স সদস্যদের সেখানে পাঠান।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌস জানান, উদ্ধার করা দুটি হরিণই অসুস্থ। এরমধ্যে একটি হরিণ বেশি অসুস্থ। হরিণ দুটিকে চিকিৎসা দেয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন আল হেলাল জানান, খবর পেয়ে প্রানি সম্পদ কর্মকর্তাদের ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের কাছ থেকে হরিণ দুটি উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করতে বলা হয়েছে। হরিণ দুটি সুস্থ হওয়ার পর ফের বনাঞ্চলে অবমুক্ত করা হবে।
বিডি প্রতিদিন/এএম