নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আহসান হাবিব খান বলেছেন, কেন্দ্রে ভোটার উপস্থিতির দায়িত্ব প্রার্থীদের। সুষ্ঠু নির্বাচন ও ভোট গ্রহণের দায়িত্ব নির্বাচন কমিশন ও প্রশাসনের।
বুধবার দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাগুরা, ঝিনাইদহ ও নড়াইল জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ও প্রার্থীদের সাথে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনী আচরণ-বিধি পালনের ক্ষেত্রে প্রার্থীরা রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারসহ আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন। সকলের সহযোগিতায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আমরা উপহার দেব।
তিনি আরও বলেন, ভোটাররা যাকে খুশি তাকে ভোট দেবেন। এখানে দুষ্কৃতিকারীদের কোনো ছাড় নেই। তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে।
জেলা প্রশাসক আবু নাসের বেগের সভাপতিত্বে ঝিনাইদহ জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম ও পুলিশ সুপার আজিমুল আহসান, নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক ও পুলিশ সুপার মোহাম্মদ মেহেদী হাসান, মাগুরা জেলা পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, ৩ জেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা, সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও নির্বাচনে অংশ গ্রহণকারী প্রতিদ্বন্দী প্রার্থীরা মত বিনিময় সভায় অংশ নেন।
বিডিপ্রতিদিন/কবিরুল