কক্সবাজারের কুতুবদিয়া আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় কুতুবদিয়া-মহেশখালী আসনের বিএনএম মনোনীত সংসদ সদস্য প্রার্থী শরীফ বাদশাকে জরিমানা করা হয়েছে।
বুধবার সন্ধ্যা ৬টায় কুতুবদিয়া উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জর্জ মিত্র চাকমা উপজেলার বড়ঘোপ ইউনিয়নের লামার বাজার এলাকায় ভ্রম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করে এ প্রার্থীকে নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘন করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কুতুবদিয়া উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জর্জ মিত্র চাকমা জানান, অতিরিক্ত যানবাহন গাড়ি নিয়ে শোডাউন করায় নির্বাচনী আচারণবিধি লঙ্ঘনের কারণে কুতুবদিয়া-মহেশখালী আসনের বিএনএম মনোনীত সংসদ সদস্য প্রার্থী শরীফ বাদশাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/আরাফাত