নীলফামারীর ডোমারে মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার বিকালের দিকে ডোমার-দেবীগঞ্জ সড়কের সদর ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার খয়েরপুর এলাকার মো. বাকিবুল্লাহর ছেলে মো. জাহাঙ্গীর (৩৬) ও একই উপজেলার ঢাংগীর হাট এলাকার আবু তালেবের ছেলে মো. জাহাঙ্গীর।
এলাকাবাসী জানান, বিকেল চারটার দিকে দেবীগঞ্জ হতে একটি মোটরসাইকেল ও ডোমার হতে একটি ট্রাক আসছিল। ডোমার সদর ইউনিয়ন পরিষদের সামনে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীরের মৃত্যু হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জাহাঙ্গীর ওরফে ডিপজলকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়িদ চৌধুরী ঘটনা নিশ্চিত করে বলেন, ট্রাক চালককে আটক করা সম্ভব না হলেও ট্রাকটি থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল