আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নোয়াখালীতে কেন্দ্রে দায়িত্বপালনকারী আনসার ও ভিডিপি সদস্যদের সাথে মতবিনিময় সভা ও সদস্যদের মাঝে মোটরসাইকেল ও স্কুটি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা আনসার ভিডিপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা আনসার ভিডিপির জেলা কমান্ডার মো. আনোয়ার হোসেন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুমিল্লা রেঞ্জের কর্মকর্তা আশীষ কুমার ভট্টচার্য।
এ সময় প্রধান অতিথি আনসার ও ভিডিপি সদস্যদের নির্বাচন কেন্দ্রে পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকাসহ সার্বিক পরিস্থিতি মোকাবিলার দিক-নির্দেশনা দেন। জেলার ৮২০টি কেন্দ্রে প্রায় ১০ হাজার আনসার সদস্য আগামী ৭ জানুয়ারি নির্বাচনী দায়িত্ব পালন করবে।
বিডিপ্রতিদিন/কবিরুল